শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ধর্ম কি?



জলের ধর্ম পিপাসা/তৃষ্ণা নিবারণ করা। আগুনের ধর্ম দহন করা। কোন বস্তুর ধর্ম বলতে সেই বস্তুর স্বভাব বা স্বরুপ বুঝায়। যে জিনিসটা না থাকলে সেই বস্তুটাই থাকে না মোটামুটি সেটাই তার ধর্ম। আর এটাই ধর্মকথার শাস্ত্রীয় ব্যাখ্যা। যার যে স্বভাব সেটাই তার ধর্ম।

মানুষের ধর্ম মনুষ্যত্ব। মনুষ্যত্ব না থাকলে সে মানুষই থাকে না। মানুষ মাত্রেরই ধর্ম মনুষ্যত্ব। এটাই তার বিষেশত্ব।
এটা না থাকলে সে পশুর সমান। সকল জাতের মানুষের ধর্ম একটাই “মানবধর্ম”। এই ধর্ম বাদ দিলে সর্বনাশ।

কাউকে আপনি পশু বললে সাথে সাথে সে আপনাকে মারতে আসবে অথবা নালিশ করবে মানহানির। মানুষকে আমরা পশু বলতে ভয় পায়। কিন্তু শাস্ত্র তো আর মানুষকে ভয় পায় না।

মানুষ আর পশুর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে পুশু তাদের ধর্ম নিয়েই জন্মায় আর মানুষ তার ধর্ম নিয়ে জন্মায় না। মনুষ্যত্বতা মানুষকে অর্জন করে নিতে হয়। সকল জাতের মানুষের ধর্ম একটাই “মানবধর্ম”

মনুষ্যত্ব বাদ দিয়ে কোন ইন্সটিটিউশন তৈরি করাও যা, তার আগে এটম বোমা দিয়ে সব শেষ করে দেওয়াই তাই।

মনুষ্যত্ব ধর্ম বলতে প্রধানত পাঁচটি গুণ বুঝায়।যথা-
১। চুরি না করা / অচর্য,
২। পবিত্র থাকা / সুচি থাকা,
৩। হিংসা না করা / অহিংসা,
৪। সংযমী হওয়া এবং
৫। সত্যাশ্রয়ী হওয়া।